পাঠ্যবইয়ে শেখ মুজিবের 'বায়ান্নর দিনগুলো' বাদ, রাখা হয়েছে ৭ মার্চের ভাষণ
৫ আগস্টের অভ্যুত্থানের পর, বদল এসেছে একাদশ-দ্বাদশের পাঠ্যবইয়ে। বাদ দেয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের লেখা 'বায়ান্নর দিনগুলো', আর শেখ কামালের জীবনী। তবে রেখে দেয়া হয়েছে ৭ মার্চের ভাষণ। ইংরেজি বইয়ে সম্পূর্ণ নতুন পাঠ্য যুক্ত করাসহ আইসিটি বইয়েও এসেছে পরিবর্তন।