সেন্ট গ্রেগরীতে ভার্চুয়াল রিয়েলিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের গ্রেগরিয়ান ইনোভেশন ক্লাব (জিআইসি) সম্প্রতি আয়োজন করেছিল ভার্চুয়াল রিয়েলিটি – ভিআর নিয়ে সেমিনার। সেন্ট গ্রেগরীতে গ্রেগরিয়ান ইনোভেশন ক্লাব- আয়োজন করে ‘স্কিলপার্ক ১.০: ভিআর শোকেস’ শিরোনামে এটি আয়োজন করা হয়।