প্রযুক্তিনির্ভর শিক্ষার অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিল সেমিনারটি। এতে আগত শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়েলিটি- ভিআর প্রযুক্তির অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ জাগানো এবং বাস্তব শিক্ষায় নতুনত্ব নিয়ে আসা।
আরও পড়ুন:
সেমিনারে ট্রেইনার হিসেবে ছিলেন গ্লোবউইশ লার্নের ভিআর ইন্সট্রাক্টর আব্দুল্লাহ শেখ অপু। তিনি শিক্ষার্থীদের ভার্চুয়াল রিয়েলিটির বেসিক কনসেপ্ট, রিয়েল লাইফে এর অ্যাপ্লিকেশন ও শিক্ষায় এর গুরুত্ব নিয়ে হ্যান্ডস অন ট্রেনিং দেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক। তার বক্তব্যে উঠে আসে সময়োপযোগী প্রযুক্তি নিয়ে তার ভাবনা।





