বিশ্বে দ্বিতীয় সশস্ত্র বাহিনী গড়ার পথে রাশিয়া, সেনা বাড়ানোর নির্দেশ
যুদ্ধের মধ্যে তৃতীয়বারের মতো সেনাবাহিনীতে সদস্যসংখ্যা বাড়ানোর নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট। পহেলা ডিসেম্বর কার্যকর হতে যাওয়া ডিক্রির বলে দেশটির সেনাবহরে যোগ হবে আরও এক লাখ ৮০ হাজার সেনা। সবমিলিয়ে সেনা সংখ্যায় চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ সশস্ত্র বাহিনী গড়ার পথে রাশিয়া। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ীই যুদ্ধে এগোচ্ছে দেশটি।