আফগান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে মিত্রদের তীব্র প্রতিক্রিয়া
২০ বছরের মার্কিন-আফগান যুদ্ধে ন্যাটো সৈন্যরা সম্মুখ সারি এড়িয়ে নিরাপদ দূরত্বে ছিলেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্র কখনো বিপদে পড়লে ন্যাটোভুক্ত দেশগুলো পাশে দাঁড়াবে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। প্রায় সাড়ে ৩ হাজার সেনা নিহতের পরও এভাবে খাটো করে কথা বলায় নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীসহ মিত্র দেশগুলোর নেতারা। উদ্বেগ প্রকাশ করেছেন যুদ্ধ ফেরত সেনারাও। এমনকি ট্রাম্পকে ক্ষমা চাওয়া উচিত বলেও মনে করছেন অনেকে।