পঞ্চগড়ে বাড়ছে সুপার ফুডের চাষ
উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে সুপার ফুডের শস্য চাষ। চিয়াসিডের পর এবার ১২ বিঘা জমিতে করা হয়েছে দক্ষিণ আমেরিকার ফসল কিনোয়া চাষ। কম খরচ ও পরিশ্রমে অন্য ফসলের তুলনায় কিনোয়ায় লাভ হচ্ছে পাঁচগুণ বেশি। এটিতে বহুবিদ পুষ্টিগুণ থাকায় চাহিদাও ভালো।