পোশাক খাত থেকে বছরে ঝুট উৎপাদন হচ্ছে প্রায় ৬ লাখ টন
প্রতি বছর পোশাক খাত থেকে ঝুট উৎপাদন হচ্ছে প্রায় ৬ লাখ টন। আর এর বেশিরভাগই কাজে লাগানো যাচ্ছে না। নিয়ম মেনে সংরক্ষণ না করায় হারাতে হচ্ছে কয়েকশ কোটি ডলার। এদিকে, আগামীতে সুতার উৎপাদন কমিয়ে জোর দেয়া হচ্ছে কাপড়ের বর্জ্য পুনর্ব্যবহারে। এ খাতের পুনঃব্যবস্থাপনা অর্থনীতি নিয়ে আয়োজিত সামিটে এ কথা জানান তারা।