বাসক পাতার রসে দেশেই তৈরি হচ্ছে উন্নত মানের ওষুধ
সাতক্ষীরা থেকেই সরবরাহ হয় ৩০ টন শুকনো পাতা
রাস্তার পাশে প্রাকৃতিকভাবে জন্ম নেয় বাসক গাছের পাতা থেকে জার্মান প্রযুক্তির মাধ্যমে সর্দি-কাশির সিরাপ তৈরি করছে দেশের কয়েকটি ওষুধ কোম্পানি। প্রতি বছর শুধু সাতক্ষীরা জেলা থেকে প্রায় ৩০ টন শুকনো বাসক পাতা সরবরাহ করা হচ্ছে এসব প্রতিষ্ঠানে। এই কাজে কর্মসংস্থান হয়েছে জেলার বহু মানুষের। (Natural Busk Plant Leaves Used to Produce Cough Syrup Using German Technology)