ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির (সিএলসিসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নগর ভবন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের ‘সিটি করপোরেশন নাগরিক সম্পৃক্তকরণ নির্দেশিকা’ এর আলোকে গঠিত সিএলসিসির ৭১ জন সদস্য উপর্যুক্ত সভায় অংশগ্রহণ করেন।