হেমন্ত, প্রাচীন অর্থনীতি-সাংস্কৃতিক ঐতিহ্যের এক সেতুবন্ধন
হেমন্ত ঋতু গ্রাম ও শহরে নিয়ে আসে আলাদা আলাদা স্বপ্ন। প্রকৃতির কোলে সোনালি ধানের ঘ্রাণ, শিশিরে ভেজা সকাল আর রঙিন ফুলের সৌন্দর্যে ভরে ওঠে দিগন্তজোড়া মাঠ। কৃষকের ঘরে আসে তৃপ্তি- ঋণ শোধের স্বস্তি, সন্তানের বায়না পূরণের আনন্দ। অন্যদিকে, শহরের হেমন্তে জেগে ওঠে শুভ্রতা ও শীতল বাতাসের আবেশ। এই ঋতু প্রাচীন অর্থনীতি আর সাংস্কৃতিক ঐতিহ্যের এক সেতুবন্ধন।