সার্ভার

এখনো অচল অ্যাসাইকুডা সার্ভার, আমদানি রপ্তানিতে বিপর্যয়ের শঙ্কা

দেশের সিংহভাগ রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান এনবিআরের সার্ভার টানা ছয় দিন অচল থাকাটা নজিরবিহীন ঘটনা বলে মনে করছেন ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টরা। সার্ভারের সমস্যায় শুধু শুল্কায়ন কার্যক্রম কিংবা পণ্য ডেলিভারিই ব্যাহত হচ্ছেনা, বিপুল পরিমাণ রাজস্বও আটকে গেছে চট্টগ্রাম কাস্টম হাউসের। এক্ষেত্রে বছরব্যাপী ব্যাপক ভোগান্তির পরেও অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সার্ভারের ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। দ্রুত সার্ভার ঠিক না হলে আমদানি রপ্তানি বাণিজ্য বিপর্যয়ে পড়ার শঙ্কা ব্যবসায়ীদের।