দ্বিতীয় দিনের মতো নৌযান শ্রমিকদের কর্মবিরতি পালন
চাঁদপুরে সাত খুনের ঘটনায় চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে নৌ শ্রমিকদের কর্মবিরতি। এতে, সারাদেশের নৌপথে বন্ধ রয়েছে পণ্য পরিবহন। পাশাপাশি পণ্য খালাস বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে বিভিন্ন নৌবন্দরের কার্যক্রম। চট্টগ্রামে বন্দরের বহির্নোঙ্গরে খালাসের অপেক্ষায় ২৫টি মাদার ভ্যাসেল ও ৩৫টি লাইটার জাহাজ। দেশের বিভিন্ন অঞ্চলে বিঘ্নিত হচ্ছে জ্বালানি তেল, সারসহ বিভিন্ন পণ্য সরবরাহ।