চালের চেয়েও বেশি দামে কিনতে হচ্ছে আলু
গতবারের চেয়ে বেশি জমিতে আলু চাষ ও উৎপাদন বাড়লেও বেড়েই চলেছে আলুর দাম। এক কেজি মোটা চালের দরের চেয়েও বেশি দামে কিনতে হচ্ছে এক কেজি আলু। ভারত থেকে আমদানির অনুমতি থাকলেও মান খারাপ ও সেখানেও দাম বাড়ার কারণে বাজারে নেই আমদানির আলু।