সাময়িক-যুদ্ধবিরতি

যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরাইলকে কূটনৈতিকভাবে আরো কোণঠাসা করবে!

লেবাননের হিজবুল্লাহর সাথে সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরাইলকে কূটনৈতিকভাবে আরো কোণঠাসা করে ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশ্বনেতারা বারবার গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে গুরুত্ব দিলেও হিজবুল্লাহর সাথে সমঝোতা করার সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমন করতে পারবে কী না- তা নিয়েও সংশয় প্রকাশ করছেন তারা। এদিকে, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের উদ্যোগে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিপাবলিকান শিবির বলছে, যুদ্ধবিরতির মূল কৃতিত্ব ডোনাল্ড ট্রাম্পেরই।