আম্রপালিতে সয়লাব নওগাঁর আমের বাজার
নওগাঁর আমের বাজার এখন সুমিষ্ট আম্রপালিতে সয়লাব। বাণিজ্যিকভাবে আবাদ করা আম স্বাদে ও মানে অনন্য। প্রতিদিন সাপাহারের পরিষদের গেট থেকে পত্নীতলা সড়ক পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় বসে এই আমের হাট। আর বেচাকেনা হচ্ছে প্রায় কোটি টাকার আম। মৌসুম শেষে যা আড়াই হাজার কোটি টাকা ছাড়াবে বলে আশা। তবে এই হাটে বেচাকেনা ভালো হলেও ওজনে বেশি নেয়ার অভিযোগ বাগানিদের।