হ্যাকারওয়ান ‘বাগ বাউন্টি ২০২৬’-এর পর্দা নামলো
বাংলাদেশ বাগ বাউন্টি কমিউনিটির সর্ববৃহৎ আয়োজন হ্যাকারওয়ান ‘বাগ বাউন্টি-২০২৬’ শেষ হয়েছে। গতকাল (শনিবার, ১০ জানুয়ারি) অনুষ্ঠিত এ আয়োজনটি ছিল ধারাবাহিক সিরিজের তৃতীয় আসর। আগের দুই আসরের সাফল্যের ধারাবাহিকতায় এবার আয়োজনের পরিসর ও অংশগ্রহণ ছিল আরও বৃহৎ।