ট্রাম্পের আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব প্রশ্নে সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট
যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুর সাংবিধানিক নাগরিক অধিকার আছে কি না সে বিষয়ে সিদ্ধান্ত দেবে মার্কিন সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ নিয়ে দেশটির সর্বোচ্চ আদালতে শুনানি শুরু হবে শিগগিরই। এদিকে দেশটির ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও কিছু দেশের নাম। সব মিলিয়ে ৩০টিরও বেশি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।