জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দলের নতুন ছাত্র সংগঠন আসছে। নাম ও নেতৃত্ব ঠিক না হলেও আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটির রূপরেখা তুলে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন ছাত্র সংগঠনটি হবে মধ্যমপন্থী। যারা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করবে তাদেরই সমর্থন দেবে সংগঠনটি।