পঞ্চগড়ে মহানন্দা থেকে যুগ যুগ ধরে পাথর সংগ্রহ করে কয়েক হাজার পরিবারের চলছে জীবিকা। এখন নদীতে নেই পানি, মিলছে না আগের মতো পাথরও, কমেছে শ্রমিকদের আয়ও। নানা চ্যালেঞ্জের মধ্যেও তারপরও দু-মুঠো ভাতের আশায় রোজ পাথর খুঁজে ফেরেন হাজারো শ্রমিক।