চট্টগ্রামের সমুদ্র উপকূলজুড়ে উঁকি দিচ্ছে নতুন এক বাংলাদেশ। চট্টগ্রাম থেকে মেঘনা নদীর হাতিয়া পর্যন্ত বিশাল অঞ্চলে ক্রমশ দূরে সরছে বঙ্গোপসাগরের ঢেউ, জাগছে দিগন্ত বিস্তৃত নতুন নতুন চরাঞ্চল। যা ভবিষ্যতে পাল্টে দিতে পারে এ অঞ্চলের মানচিত্রকেও। যে মানচিত্রের বুক জুড়ে পাল্টে যাচ্ছে উপকূলীয় জনপদের অর্থনীতি। কোথাও দেখা দিচ্ছে সম্ভাবনা, কোথাও তৈরি হচ্ছে জীবিকার সংকট। এমনকি বদলে দিচ্ছে চট্টগ্রাম বন্দর হয়ে সারাদেশে পণ্য পরিবহনের নৌপথও।