ইঁদুর মারতে নিজের পাতা ফাঁদে প্রাণ হারালেন ঘেরমালিক
অন্যের জমি হারি (বর্গা) নিয়ে মাছের ঘেরে সবজি চাষ করেছিলেন রথীন্দ্রনাথ রপ্তান (৫২)। সবজি ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন তিনি। অসাবধানতাবশত সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার।