পোশাক কারখানায় কমেছে উৎপাদন, ৯২% কারখানায় নেই শ্রমপরিবেশ
তীব্র গরমে তৈরি পোশাক কারখানায় কমেছে শ্রমিক উপস্থিতি। এতে ধাক্কা লাগছে উৎপাদনে। সবুজ কারখানা বিবেচনায় করার কথা থাকলেও পোশাক খাতের প্রায় ৯২ শতাংশ কারখানায় পুরোপুরি বাস্তবায়ন হয়নি তা। এক্ষেত্রে শ্রমপরিবেশের মানদণ্ড পুনর্বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের। সেই সঙ্গে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে নতুন করে বিনিয়োগের কথা বলছেন তারা।