কৃত্রিম আলোয় শীতকালে ড্রাগন ফল চাষ করছে যশোরের চাষীরা
মৌসুম ছাড়াই ড্রাগন চাষে রীতিমতো সাড়া ফেলেছে যশোরের চাষীরা। কৃত্রিম আলোয় শীতকালেও করেছেন ড্রাগন চাষ। ফলে শীতেও দেখা মিলবে সুস্বাদু এই ফলের। কৃষি কর্মকর্তারা বলছেন, এ জেলা থেকে বছরে ১১৩ কোটি টাকার ড্রাগন বিক্রি করা হয়।