বগুড়ায় ৩ হাজার হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজি চাষ
শীত আসতে এখনো দুমাস। এরইমধ্যে বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। যার পরিচর্যায় ব্যস্ত বগুড়ার কৃষকরা। বাঁধাকপি, ফুলকপি, মুলা, শিম, বরবটি সবই মিলবে আগাম সবজিতে। কৃষি বিভাগের আশা, শীতের আগাম সবজিতে লাভবান হবেন কৃষক।