খাগড়াছড়িতে গণপিটুনিতে শিক্ষকের মৃত্যু ও সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি, মামলা
খাগড়াছড়ি সদরে গণপিটুনিতে শিক্ষকের মৃত্যুর ঘটনার জেরে পাহাড়ি-বাঙালি দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটির কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। এদিকে, খাগড়াছড়ি শহরে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।