পরমাণু, মহাকাশ, দর্শন ও ক্রীড়ার পর এবার বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুদ্ধ। যেখানে মার্কিন শ্রেষ্ঠত্বকে চুরমার করে দিয়েছে চীনা প্রতিষ্ঠান ডিপসিক। শক্তিধর দুই দেশের মধ্যে প্রতিযোগিতায় সংকটের মুখে মানবজাতির অস্তিত্ব। এমন পরিস্থিতিতে শান্তিপূর্ণ প্রতিযোগিতা নিশ্চিতের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।