টঙ্গীতে শিশু ধর্ষণের অভিযোগে মুড়ি বিক্রেতার বিরুদ্ধে মামলা
গাজীপুরের টঙ্গীতে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনার প্রায় ১১ দিন পর নির্যাতিতা শিশুটির বাবা বাদী হয়ে গত রোববার (৯ মার্চ) রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছেন। এর আগে ২৮ ফেব্রুয়ারি টঙ্গীর শিলমুন পশ্চিমপাড়া এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। গতকাল (সোমবার, ১০ মার্চ) গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতা শিশুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।