নারীদের সঙ্গে এগোতে হবে, পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নারীদের পেছনে রেখে পুরুষরা সামনে এগোতে পারবে না। সমাজ ও রাষ্ট্র গঠনে আমাদের মা-বোনদের সঙ্গে এগিয়ে যেতে হবে। আজ (বুধবার, ১৯ নভেম্বর) রাজধানীর শহিদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা আয়োজিত ‘হিফজুল কোরআন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।