ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও ব্যস্ততা নেই নড়াইলের দর্জি বাড়িতে। আগে উৎসব-পার্বণে দর্জি বাড়িতে জৌলুস থাকলেও এখন অনেকটাই ফিকে। অন্যদিকে চাপ বেড়েছে গার্মেন্টসের দোকানে। জেলার তিন উপজেলায় ঈদে অন্তত একশ’ কোটি টাকার বেচাবিক্রির আশা গার্মেন্টস সংশ্লিষ্টদের।