মুশফিকের এক রানের অপেক্ষা; দিনশেষে বাংলাদেশ ২৯২/৪
আর মাত্র এক রান, শততম টেস্টে শতরানের অপেক্ষা! ৯০ ওভার পূর্ণ হতেই প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা। ফলে ৯৯ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির দোড়গোড়ায় থামতে হলো মুশফিকুর রহিমকে। তার সঙ্গে লিটন দাসও দিন শেষ করেছেন ৪৭ রানে অপরাজিত থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রান।