ব্যাংকের তারল্য সংকটে বিপাকে পড়েছেন চট্টগ্রামের খাতুনগঞ্জেরs ভোগ্যপণ্য ব্যবসায়ীরা। নগদ টাকা, চেক বা পে অর্ডার লেনদেন কোনো সেবাই চাহিদা মতো দিতে পারছে না কোনো কোনো ব্যাংক। এতে পণ্যের সরবরাহ সংকটের পাশাপাশি, প্রতিশ্রুতি ভঙ্গের মতো ঘটনা ঘটছে ক্রেতা বিক্রেতার মাঝে, হচ্ছে বাকবিতণ্ডা। অনেকে টাকা না পেয়ে আগের চেক ফেরত দিয়ে যাচ্ছেন। তারল্য সংকট দীর্ঘায়িত হলে রমজানে ভোগ্যপণ্য আমদানি ব্যাহত হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের।