প্রয়াত লালনশিল্পী ফরিদা পারভীন: গানের ভুবনে থেকে যাবেন আরশিনগরের পড়শি হয়ে
লালনের গানেই জীবনব্যাপী শেকড়ের সন্ধান করেছেন ফরিদা পারভীন। সময়ের আবর্তনে তাতে ছেদ পড়লো সুরের তানপুরায়। জীবনাবাসন হলো এক সঙ্গীত সাধকের। গুণী এ শিল্পীর চিরবিদায়ে দেশের সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে শোক। তবুও গানের ভুবনে আরশিনগরের পড়শি হয়ে রইবেন সুরের পাখি ফরিদা পারভীন।