লাগামহীন বাক্যবাণের মাশুল ভোট দিয়েই গুণতে হবে ট্রাম্পকে?
লাগামহীন বাক্যবাণের মাশুল কি শেষ পর্যন্ত ভোট দিয়েই গুণতে হবে ডোনাল্ড ট্রাম্পকে? নির্বাচনী প্রচারে আশ্বাসের বদলে বিরোধীদের প্রতি ট্রাম্পের ক্ষোভই দৃশ্যমান বেশি। ভিন্নমতের প্রতি ট্রাম্পের এমন দৃষ্টিভঙ্গি গণতন্ত্রের জন্য হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা।