প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত স্বাভাবিক: বিশেষজ্ঞ
তেল ও তরলীকৃত গ্যাস উৎপাদনে জোর দিলে প্যারিস চুক্তি অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা থেকে সরে আসতে হবে যুক্তরাষ্ট্রকে। ফলে, ডোনাল্ড ট্রাম্পের প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত ‘স্বাভাবিক’ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর কারণ হিসেবে ইউরোপের জ্বালানির বাজার ধরার পরিকল্পনাকে গুরুত্ব দিতে চান তারা। যদিও, পরিবেশবাদীদের আশঙ্কা, কার্বন নিঃসরণে শীর্ষে থাকা দেশ চুক্তি থেকে বের হয়ে আসলে, প্যারিস চুক্তি আক্ষরিকভাবে ব্যর্থ হতে পারে।