ঢাকা-বরিশাল নৌপথে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, আহত অনেকে
ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল নৌপথে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কেউ নিহত না হলেও আহত হন বেশ কয়েকজন। বিআইডব্লিউটিএ বলছে, রাতে বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা-১০ এবং ঢাকা থেকে বরিশালগামী প্রিন্স আওলাদ-১০ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে দু'টি লঞ্চেরই সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়।