লক্ষ্মীপুরে পেশাগত কাজে যাওয়ার পথে চার সাংবাদিককে মুখোশধারী দুর্বৃত্তরা মারধর করেছে। একপর্যায়ে তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে জিম্মি করে রাখে। পরে তাদের লক্ষ্য করে ছররা গুলি করেছে বলে জানায় আহতরা। আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দিকে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গণশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।