বাংলাদেশের বহিরাগত প্রভু নেই: যুবদল সভাপতি
কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেছেন বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দেয়ার দায়িত্ব ভারতের। তারা সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা তাদের অবহেলা ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের বহিরাগত কোনো প্রভু নেই। আজ (বুধবার, ১১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে লংমার্চ কর্মসূচি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।