চীনা সূচিশিল্পের বাজারমূল্য ২০০ মিলিয়ন ডলার
সুঝো বা সু এমব্রয়ডারি। আমাদের দেশে যা শুধু হাতের কাজ, চীনা নাগরিকদের কাছে তা শিল্পকর্ম। তাই এই শিল্পকে সবসময় নিখুঁত করার চেষ্টা করেন চীনারা। দেশটিতে এই সূচিশিল্পের বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার।