যমুনা রেলসেতুর নিচে পিলারে ফাটল: কর্তৃপক্ষের দাবি ‘নির্মাণ ত্রুটি নয়’ তাপমাত্রার ফাটল
যমুনা রেলসেতুর পিলারের নিচে বেশ কিছু জায়গায় চুলাকৃতি ফাঁকা বা ‘হেয়ার ক্র্যাক’ দৃশ্যমান হয়েছে। সেতুর পশ্চিম প্রান্তে আট থেকে দশটি পিলারের নিচে এরমধ্যেই হেয়ার-ক্রাকের ফাঁকা স্থান গুলি ঘষে ঘষে রেজিন বা আঠার প্রলেপ দিয়ে মেরামতের প্রক্রিয়া চলছে।