মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবারের কাছে বাড়তি অর্থ পাঠাচ্ছেন মালয়েশিয়া প্রবাসীরা। এতে ঘুরছে রেমিট্যান্স প্রবাহ। মার্চের প্রথম ২২ দিনে দেশে এসেছে প্রায় আড়াই বিলিয়ন ডলার। ঈদের আগেই যা তিন বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনার কথা বলছেন সংশ্লিষ্টরা।