রুশ-প্রশাসন

প্রতিরক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দ বাড়াচ্ছে রাশিয়া

ইউক্রেনে সেনা অভিযান দীর্ঘায়িত করতে নিজেদের প্রতিরক্ষা খাতে বরাদ্দ ২৫ শতাংশ বাড়াচ্ছে রাশিয়া। ২০২৫ সালে প্রতিরক্ষা খাতে রুশ প্রশাসন ব্যয় করবে জাতীয় বাজেটের ৪৪ হাজার কোটি ডলারের ৩২ শতাংশ। এদিকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, অক্টোবর থেকে বছরের শেষ তিন মাসে দেশটির সেনাবাহিনীতে যুক্ত হচ্ছেন ১ লাখ ৩৩ হাজার নাগরিক। ইউক্রেন ইস্যুতে সম্প্রতি পরমাণু নীতিমালায় পরিবর্তনের ঘোষণাও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এতে ক্ষুব্ধ হয়ে ন্যাটো বলছে, ইউক্রেনকে সহযোগিতা করে যাবে পশ্চিমা এই সামরিক জোট।