রিপাবলিকান-পার্টির-প্রেসিডেন্ট-প্রার্থী  

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ইলেকটোরাল ভোটে ট্রাম্প ২৭৯, কামালা ২২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ইলেকটোরাল ভোটে ট্রাম্প ২৭৯, কামালা ২২৪

ইলেকটোরাল কলেজে ২৭৯ টি ভোট পেয়ে আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৫৩৮ টি ইলেকটোরাল কলেজের মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস পেয়েছেন ২২৪ টি। জয় পাওয়ার জন্য ২৭০ টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন। সে হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট পদে এরইমধ্যে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ জরিপে কামালার চেয়ে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প

সর্বশেষ জরিপে কামালার চেয়ে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প

বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বশেষ জরিপে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোই দুই প্রার্থীর মধ্যে ব্যবধান গড়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই ভোটারদের কাছে টানতে সেসব অঙ্গরাজ্যে শেষ মুহূর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছেন কামালা ও ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট পড়েছে ৩ কোটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট পড়েছে ৩ কোটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন ৩ কোটিরও বেশি মার্কিন নাগরিক। তবুও নিজেদের পক্ষে সমর্থন বাড়াতে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। নেভাডায় নির্বাচনী সভায় রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানান, অবৈধ অভিবাসীদের বিতাড়িতের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে স্বাধীন করবেন তিনি। এদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রথমবারের মতো প্রচারণায় অংশ নিয়েছেন কামালা হ্যারিস। এ সময় বেশ কিছু প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।