কুরস্কে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশ, সেনা সংকটে ভুগছে মস্কো
রাশিয়ার কুরস্কে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশের পর থেকেই সেনা সংকটে ভুগছে মস্কো। ২ বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে অনবরত হামলা চালিয়ে গেলেও মাত্র দুই সপ্তাহেই নতুন করে কুরস্কের আরও বেশ কিছু এলাকা দখলে নিয়েছে কিয়েভ। বাধ্য হয়ে বিভিন্ন দেশ থেকে সেনা নিয়োগ দিচ্ছে মস্কো। এই ঘটনায় নিজ ভূখণ্ড রক্ষা কিংবা ইউক্রেনে সেনা সক্ষমতা বাড়ানো, এই দুই সিদ্ধান্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে রুশ প্রশাসন।