রাশিয়ায় পুরস্কার ও শাস্তিতে ভূমিকা রাখে 'ঘুষ'
ঘুষ নেয়ার অভিযোগে ১ মাসে আটক হয়েছেন রাশিয়ার ৪ শীর্ষ সামরিক কর্মকর্তা। প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে সের্গেই শোইগুকে। হঠাৎ করে পুতিনের এমন আগ্রাসী সিদ্ধান্তের কারণ কী? এ নিয়ে কটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।