ধ্বংসের দ্বারপ্রান্তে প্রায় ২০০ শত বছরের পুরোনো চা বাগান
ধ্বংসের দ্বারপ্রান্তে প্রায় ২০০ শত বছরের পুরোনো চা বাগান। নতুন করে গাছ না হওয়া এবং চা বাগানের জায়গায় অন্য আবাদ করার ফলে দিন দিন এ শিল্পটি সংকুচিত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। এছাড়া সেকশন সমূহে চায়ের পরিবর্তে রাবার চাষাবাদ, টিলা কাটা, ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে কমছে চায়ের ভূমিও। প্রায় প্রতিটি বাগানে কাঁচি দিয়ে পাতা চয়ন ও অপরিষ্কার ফ্যাক্টরির কারণে হচ্ছে না গুণগত মান সম্পন্ন চা।