রাজস্ব-আদায়ের-খাত
'বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দু'ভাগে ভাগ করার প্রস্তাব অযৌক্তিক'

'বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দু'ভাগে ভাগ করার প্রস্তাব অযৌক্তিক'

অর্থনৈতিক টাস্কফোর্স কমিটির দেয়া রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দু'ভাগে ভাগ করার প্রস্তাবকে অযৌক্তিক বলেছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। বিমান নিয়ে যা বলা হয় তার থেকে মাঠের অবস্থা ভিন্ন উল্লেখ করে গ্রাউন্ড হ্যাংন্ডলিংয়েও বিমান উন্নতি করছে বলেও দাবি করেন আব্দুল মুয়ীদ চৌধুরী। আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) দেশে প্রথমবারের মতো সফলভাবে 'ডি চেক' সম্পন্ন হওয়া বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ পরিদর্শন করে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।