নাটোরের পর্যটনে নেই উন্নয়নের ছোঁয়া
পর্যটন খাত থেকে বছরে ৩০ থেকে ৪০ কোটি টাকা আয় হয়। তবে প্রচারণার অভাবে পিছিয়ে পড়ছে সম্ভাবনাময় এই খাতটি।বনলতা সেন ও কাঁচাগোল্লার জেলা নাটোর। এই জেলায় রয়েছে ঐতিহ্যবাহী স্মারক উত্তরা গণভবন, রানি ভবানীর রাজবাড়ী, দেশের বৃহত্তম চলনবিল এবং মিনি কক্সবাজার। এমন দর্শনীয় স্থান থাকলেও এ জেলার পর্যটন খাত আশানুরূপ গড়ে ওঠেনি।