কালো ধোঁয়ার 'স্মগি' চাদরে ঢাকা পড়েছে নয়াদিল্লি
কুয়াশা আর কালো ধোঁয়ার 'স্মগি' চাদরে ঢাকা পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, বাতাসের মান নিয়ে উদ্বেগ পরিবেশ বিশেষজ্ঞদের। গেল সোমবারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে দিল্লির অবস্থান ছিল ৩২৮ নম্বরে। যার অর্থ রাজধানীর বাতাসের মান অতি নিম্ন স্তরে পৌঁছেছে। ভারতের আবহাওয়া পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান, 'সিস্টেম অব এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ' বা সাফারের আশঙ্কা, আগামী কয়েক সপ্তাহে দিল্লির বাতাসের গুণগত মানের আরও অবনতি হতে পারে।