চাহিদা বেড়েছে তৈরি পোশাকের, নভেম্বর পর্যন্ত রপ্তানি প্রবৃদ্ধি ৬.৫%
রেকর্ড রপ্তানি আয়ের প্রত্যাশা
বড়দিন, নতুন বছর, শীত মৌসুম ঘিরে বিশ্ববাজারে ব্যাপক চাহিদা বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের। ইপিবির সবশেষ তথ্য বলছে, গেল বছরের তুলনায় এই নভেম্বর পর্যন্ত পোশাক রপ্তানির সার্বিক প্রবৃদ্ধি সাড়ে ছয় শতাংশ। শুধু নভেম্বরেই প্রবৃদ্ধি ১৬ শতাংশের বেশি। আগামীতে রেকর্ড রপ্তানি আয়ের প্রত্যাশা রপ্তানিকারকদের। অস্থিরতার মাঝেও রপ্তানি আয়ের এ প্রবৃদ্ধি দেশের জন্য ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা।