ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গুঁড়াদুধ ছাড়া সব ধরনের পণ্য আমদানি রপ্তানির অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। গত ২৯ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বন্দরটি দিয়ে পণ্য আমদানি রপ্তানির পরিমাণ বাড়বে। একই সাথে বাড়বে রাজস্ব আয়ও। যদিও বন্দরে পূর্ণাঙ্গ কাস্টমস হাউজ চালু না হওয়ায় কিছুটা সমস্যা হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।